সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৩ মে, ২০২৪

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান" এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর রেলওয়ে স্টেশনে এ বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়। 

এ সময়ে প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডাঃ আব্দুর রকিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ রেলওয়ে ষ্টেশনে বকুল ফুল ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন। বৃক্ষরোপণ উদ্বোধনকালে প্রেসক্লাব সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। ফলে তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তাপমাত্রা থেকে রক্ষা পেতে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। আমাদের নিজে নিজ উদ্যোগে যতটুকু পারা যায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।

 
একুশে সংবাদ/ এসএডি

 

 

 

 

সারাবাংলা বিভাগের আরো খবর