সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী লিটু শরীফের সংবাদ সম্মেলন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৩ মে, ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরীফ মো. সেলিমুজ্জামান লিটু সংবাদ সম্মেলন করেছেন। ২৩ মে দুপুরে স্টেশন রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যখন ছাত্র রাজনীতি করি তখন থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে৷ প্রতিকূল রাজনীতির ভেতর দিয়ে আমার বেড়ে ওঠা বা এ পর্যন্ত আসা। প্রতিকূল রাজনীতির ভেতর দিয়েই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া। 

বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএস এবং যুবলীগ নেতা শরীফ মো. সেলিমুজ্জামান লিটু  গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারী গড়তে চাই। আমি যেখানে যাচ্ছি, যে গ্রামে যাচ্ছি, যে পাড়া-মহল্লায় যাচ্ছি, যে ইউনিয়নে যাচ্ছি সকলেই একটা পরিবর্তন চাচ্ছে। সবখানেই একটা পরিবর্তনের হাওয়া। 

এই পরিবর্তন করতে হলে আমার একার দ্বারা সম্ভব নয়। সব শ্রেণি-পেশার মানুষকে একসাথে ঐক্যবদ্ধভাবে পরিবর্তন করতে হবে। আমি সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারী গড়তে চাই। আমি মানুষের পাশে থাকতে চাই। 


একুশে সংবাদ/ এসএডি

 

সারাবাংলা বিভাগের আরো খবর