সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে

পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৬ মে, ২০২৪

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাটে জাসিম কনভেনশন হলের সামনে সিএনজি অটোরিকশা ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু।

আজ (১৬ মে) বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মুখি   সিএনজি অটোরিকশা টি জাসিম কনভেনশন হলের সামনে পৌঁছলে কক্সবাজার মুখি বেপরোয়া গতিতে চালানো পিক আপ সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক গুরুতর আহত হন স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিএনজি চালক সাতকানিয়া উপজেলার গাটিয়া ডাঙ্গা  গ্রামের আব ু তালেব এর ছেলে মোহাম্মদ ফরহাদ(২৬) বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে  থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর