সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আমতলীতে তাপদাহে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

সারাদেশের মতো বরগুনার আমতলীতেও মাত্রারিক্তি গরম পড়েছে। ঘরের বাইরে নামলেই শরীর রৌদে পুড়ে যায়। ‘প্রচন্ড গরমের মধ্যেও কামের লইগ্যা বাইরে বাইর অইতে অয়। মোরা দিনমজুর একদিন কাম না করলে খামু কি ? ক্যামনে সংসার চালামু ‘ কথাগুলো বললেন আমতলী পৌর শহরের রিক্সা জাবের আলী(৫০)।

দক্ষিণাঞ্চলের বরগুনা জেলার আমতলী উপজেলায় মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় চরম দুর্ভোগে দিশাহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের
শ্রমজীবী মানুষ। চলমান তীব্র তাপদাহের কারণে হিট ষ্ট্রোকের পাশাপাশি পেটের পীড়া, জ্বর, সর্দিকাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ বেড়েছে।

চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। প্রায় ৫/৭ বছরের বেশি সময় ধরে আমতলীর বিভিন্ন এলাকায় রিকশা চালান (৪০) বছর বয়সী রাসেল মৃধা । তিনি বলেন, প্রত্যেক বছর এ সময় রিকশা চালাতে কষ্ট হয় তার। তবে এ বছর তীব্র তাপদাহের কারণে রিকশা চালানো আরও বেশি কষ্টসাধ্য হয়ে উঠেছে। তারপরও পেটের ক্ষুদায় কাঠফাটা রোদের মধ্যে রাস্তায় প্যাডেল ঘুরিয়ে অর্থ উপার্জন করতে হচ্ছে তাকে। তানাহলে পরিবারের সকলকে নিয়ে না খেয়ে মরতে হবে।

গত সাতদিন ধরে বরগুনাসহ উপকুলয়ি এলাকায় ৩৭ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা এর মধ্যে থাকছে। যা আরও কয়েকদিন অব্যহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

একুশে সংবাদ/সা.খো.উ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর