সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাউফলে চারটি শিয়ালের শাবক উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৭ মার্চ, ২০২৪

পটুয়াখালীর বাউফলে চারটি শিয়ালের শাবক উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার (২৭ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নর চন্দ্রপাড়া জোড়পুল এলাকার একটি বাড়ি থেকে ওই চার শিয়ালের শাবক উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, চন্দ্রপাড়া জোড়পুল এলাকার একটি বাড়িতে শিয়ালের চারটি শাবক আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে উপজেলা বন বিভাগ এবং পটুয়াখালীর অ্যানিম্যাল লাভার‍‍`স নামে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আটককৃত শিয়ালের চারটি শাবককে  করে উপজেলা বন কর্মকর্তার অফিসে এনে নিরাপদ আশ্রয় রাখেন। পরে শিয়ালের শাবকগুলোর জন্য খাবারর ব্যবস্থা করা হয়।

উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, শিয়ালের শাবকগুলো ছোট এবং শাবকগুলোর বাবা ও মা ওই এলাকার জঙ্গলই আছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ. বশির গাজী মহোদয়ের সঙ্গে পরামর্শ করে সন্ধ্যার পরে ওই এলাকায়ই শাবকগুলো অবমুক্ত করা হবে।

 

একুশে সংবাদ/এনএস

সারাবাংলা বিভাগের আরো খবর