সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজও সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৪ জানুয়ারি, ২০২৪

কাঁপছে উত্তরাঞ্চল। গতকাল শনিবারের চেয়ে তাপমাত্রা আরও কমেছে দিনাজপুরে। গতকাল ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার ভোর ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা আজকের জন্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

 

জেলা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এরচেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস বলছে, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

এদিকে হিমেল হাওয়ায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবন। স্থবির হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কর্মজীবন। শুক্রবার সকাল থেকে অনেক এলাকায় দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের। আর শীতজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে। শীত থেকে বাঁচতে বিভিন্নস্থানে অনেককে আগুন পোহাতে দেখা গেছে।

 

একুশে সংবাদ/এনএস

সারাবাংলা বিভাগের আরো খবর