সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টপসয়েল কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ৩১ মার্চ, ২০২৩

হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে নুরুল আলম নামের এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (৩১ মার্চ) বিকালের দিকে হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গুমান মর্দ্দন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকায় রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিক্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ২টি জিপ (চাঁদের গাড়ি) আটক করা হয়। এসময় অভিযুক্ত ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট এলাকার আলী আহমদের পুত্র নুরুল আলম তার অপরাধ স্বীকার করে নেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানার একটি টিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম ও গ্রাম পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করে জানান, কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

একুশে সংবাদ/সম    

সারাবাংলা বিভাগের আরো খবর