সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাকা সড়কে অটো ভ্যান, ট্রাফিক পুলিশ দেখেই ভো দৌড়

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ওভার ব্রীজের উপর সড়কে দিনের প্রায়ই বিভিন্ন বাহনের জট বেধে থাকে। অটো ভ্যান চালকেরা যাত্রীদের অপেক্ষায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাকা সড়কের উপর অটো ভ্যান রেখে দাড়িয়ে থাকেন। তবে ট্রাফিক পুলিশ আসতেই অটো ভ্যান নিয়ে চালকেরা ভো দৌড়ে সরে যান।

 

উল্লাপাড়া পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ওভার ব্রীজ সড়কে বহু সংখ্যক নানা বাহন চলাচল করে । ওভার ব্রীজ সড়কে প্রায়ই বিভিন্ন বাহনের যানজট বাধে। অটো ভ্যানে বিভিন্ন এলাকা থেকে আসা বেশী সংখ্যক যাত্রী দুব্রীজের মাঝামাঝিতে নামেন।

 

এছাড়া এখানেই যাত্রীদের অপেক্ষায় অটে ভ্যান চালকেরা বাহন নিয়ে দাড়িয়ে থাকতেন। গত ক‍‍`দিন আগে ওভার ব্রীজের সড়কে দুধারে ক‍‍`ফুট ফাকাফাকিতে সিমেন্টের পিলার পোতা হয়েছে।

 

সরেজমিনে দাড়িয়ে দেখা গেছে, অটো ভ্যান চালকেরা যাত্রীদের অপেক্ষায় পাকা সড়কের উপর অটো ভ্যান নিয়ে দাড়িয়ে থাকছেন। এর ফলে যানজট প্রায়ই বাধছে। এদিকে দিনের বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশ সেখানে আসতেই অটো ভ্যান নিয়ে দাড়িয়ে থাকা চালকেরা বো দৌড়ে এলাকা ছাড়ছেন।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর