সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০১ পিএম, ২১ মার্চ, ২০২৩

আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

 

এ সময় বক্তরা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উথাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২’ অবিলম্বে পাশসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

 

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শাখা সভাপতি ব্রম্মনাথ ঠাকুর, সাধারণ সম্পাদ দেব সাগর ঠাকুর, সনাকের সভাপতি সাইফুল রেজা প্রমুখ।

 

একুশে সংবাদ.কম/আ.ও.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর