সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উল্লাপাড়ায় বজ্রপাতে মারা গেছে পাচ গরু

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০১ পিএম, ২০ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এ্যালংজানী গ্রামে বজ্রপাতে এক কৃষকের পাঁচটি গরু মারা গেছে।

 

সোমবার (২০ মার্চ ) ভোর রাতে এউ ঘটনা ঘটে।

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এ্যালংজানী গ্রামে বজ্রপাতে কৃষক মাজেদ প্রামানিকের পাচটি গরু মারা গেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে , রাত সাড়ে তিনটার দিকে বৃষ্টি হচ্ছিলো। এর মাঝে বজ্রপাতে কৃষক মাজেদ প্রামানিকের গোয়াল ঘরে থাকা বড় ছোটো মিলে ছয়টি গরুর পাঁচটি মারা গেছে। বজ্রপাতের আগুনে গরুগুলো পুড়ে মারা গেছে ও আগুনে গোয়াল ঘর পুড়ে গেছে ।

 

মারা যাওয়া গরুগুলোর দাম প্রায় পাঁচ লাখ টাকা হবে বলে জানা গেছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর জেনে মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ক্ষয় ক্ষতির বিবরণ জানানোর বিষয় বলেছেন।

 

একুশে সংবাদ.কম/স.স.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর