সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে মাদ্রাসার সুপার অজ্ঞান পার্টির কবলে

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৩ মার্চ, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার উদয়ধূল দাখিল মাদ্রাসার সুপার  মোস্তাফিজুর রহমান মলম ( অজ্ঞান)  পার্টির কবলে পড়ে মাদ্রাসার পরীক্ষার্থীর প্রবেশ পত্র খোয়া গেছে। তিনি ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।

 

সোমবার ( ১৩ মার্চ) সকালে তার বৃড় ভাই রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মমিন জানান, রবিবারে মোস্তাফিজুর রহমান উদয়ধূল দাখিল মাদ্রাসা সহ উপজেলার কয়েকটি মাদ্রাসার ২০২১ সালের জেডিসি  এবং ২০২৩ সালের দাখিল  পরীক্ষার্থীদের সনদ ও প্রবেশ পত্র উত্তোলনের জন্য রংপুর আঞ্চলিক অফিস (মাদ্রাসা) যান।

 

ওই অফিস থেকে সনদ ও প্রবেশ পত্র নিয়ে রংপুর থেকে বাস যোগে ফুলবাড়ী হয়ে হরিপাড়াহাট (নিজ বাসায়) আসার পথে মলম (অজ্ঞান) পার্টির কবলে পড়ে।তার কাছে থাকা নগদ টাকা, পরীক্ষার্থীদের সনদ ও প্রবেশ পত্র নিয়ে যায়। মলম পার্টির সদস্যরা তাকে বাস থেকে ফুলবাড়ীতে নামিয়ে দেয়। স্হানীয় লোকজন টের পেয়ে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন। কর্মরত ডাক্তার মোস্তাফিজুর রহমানের বাড়ির ঠিকানা পাওয়ার পর বাড়ির লোকজনদের সংবাদ দিলে, তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আসার পর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ সোমবার ভর্তি করে দেন।

 

মোস্তাফিজুর রহমান বর্তমানে সুস্থ আছে জানান,কর্মরত চিকিৎসক ডাঃ আহসান হাবীব শাহ।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর