সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিপিএ-৫ নিয়ে ময়মনসিংহ বিভাগের শীর্ষে কেন্দুয়ার ভরাপাড়া কামিল মাদ্রাসা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসা ২০টি জিপিএ-৫ পেয়ে ময়মনসিংহ বিভাগের শীর্ষ স্থানে রয়েছে।

 

বুধবার (৮ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়।

 

প্রকাশিত ফলাফলে ভরাপাড়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষায় অংশ গ্রহণকারী ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছেন।

 

মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মো. মাজহারুল ইসলাম জানান, ২০২২ সালে আলিম পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৫৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এরমধ্যে একজন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি আর একজন অকৃতকার্য হয়েছে বাকি সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। আমরা বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছি ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ ২০ জিপিএ-৫ পেয়েছে আমাদের মাদ্রাসা।

 

একুশে সংবাদ.কম/আ.গ.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর