সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৩ রয়েল বেঙ্গল টাইগারের দখলে সুন্দরবন কার্যালয়!

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

তিনটি রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের একটি বন কার্যালয়ের আশপাশে একদিনের বেশি সময় ধরে ঘোরাঘুরি করছে। এতে কার্যালয়ে আবদ্ধ হয়ে আছেন ঐ ওই বন কার্যালয়ের ৫ বনরক্ষী। যত সময় যাচ্ছে আতঙ্ক বাড়ছে তাদের।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন গণমাধ্যমে এসব তথ্য জানান।

 

ঐ বন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর এলাকায় ৩টি বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ ৩টি ওই ফরেস্ট অফিসের আাশপাশ দিয়ে ঘুরছে। বনরক্ষীরা ২টি বাঘের ছবিও তুলেছেন। কিন্তু, বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

তিনি বলেন, “এখন বাঘের প্রজনন মৌসুম। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজের মতো ঘোরাফেরা করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

 

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, “গতকাল দুপুর ২টার দিকে ৩টি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। আজ দুপুর পর্যন্ত বাঘগুলো দেখা গেছে।”

 

তিনি বলেন, “আমরা কয়েকবার বাঘ দেখেছি। বাঘগুলো এখনো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে বলে আমার ধারণা করছি। সতর্ক অবস্থানে থেকে আমরা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।”

 

এ বিষয়ে সুন্দরবন পূর্ববিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, “ওই এলাকায় বাঘের আনাগোনা বেড়েছে। কিন্তু, বাঘের সংখ্যা বেড়েছে কি না তা জরিপের পর বলতে পারব।”

 

একুশে সংবাদ/মা.বি.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর