সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে প্রাচীন কালের শিলা উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলা উদ্ধার করেছে থানা পুলিশ।  শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায়  উপজেলার সিংড়া ইউনিয়নের  কুচেরপাড়া গ্রাম থেকে শিলা টি  উদ্ধার করে  থানা পুলিশ । শিলা টি ফারসি বা  সংস্কৃতি ভাষায় লিপিবদ্ধ ছিল। 

 

স্থানীয় লোকজন জানান, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের মাটি ভেকু দ্বারা সমান করতে গিয়ে ভেকু চালক  শিলাটি  দেখতে পেয়ে সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল ইসলামকে সংবাদ দেন। তিনি ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ শিলাটি উদ্ধার করে থানায় নেয়। ঘোড়াঘাট থানার এস আই অসীম কুমার জানান, স্হানীয় লোকজন ফোনে জানালে, ততক্ষণে আমরা ঘটনা স্থলে পৌঁছে শিলাটি উদ্ধার করি। এলাকায় লোকজন বলেন, বহু বছর আগে এখানে জমিদারের বসবাস ছিল।

 

ধারনা করা হয় এটি কোন জমিদারের বা মহারাজাদের কবরের শিলালিপি। আবার অনেকের ধারনা শিলা টি কষ্টি পাথরের হতে পারে।  ঘোড়াঘাট থানা পরিদর্শক ( তদন্ত)  জয়ন্ত কুমার সাহা   ফারসি বা  সংস্কৃতি ভাষায় লেখা শিলা  উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন । বর্তমানে শিলা টি পুলিশ হেফাজতে রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে  শিলাটি পরীক্ষার জন্য পরীক্ষা গারে পাঠানো হবে। শিলাটির ওজন প্রায় ৪৫কেজি।

 

একুশে সংবাদ/ম.ম.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর