সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাস-বাইক সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৮ নভেম্বর, ২০২২

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে লালপুর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম, শহিদুলের ছেলে সোহাগ এবং সোহাগের ছেলে পাঁচ বছর বয়সী শিশু ইভান।

 

দূর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান।

 

জানা গেছে, বিকেলে লালপুর থেকে বাইকে করে গোপালপুর যাচ্ছিলেন একই পরিবারের ওই তিনজন। ডেবরপাড়া নামক (পল্লীবিদ্যুৎ) স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস জিএম ট্রাভেলসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সোহাগ এবং ইভান মারা যায়। আহত হন শহিদুল ইসলাম। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। দূর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যায়।

 

ওসি মোনোয়ারুজ্জামান বলেন, দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে অভিযান চলছে।

 

একুশে সংবাদ/ রা.আ.প্রতি/ রখ

সারাবাংলা বিভাগের আরো খবর