সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কর্মসংস্থান সৃষ্টিতে আলোর পথ দেখাচ্ছে শিবচর উপজেলা প্রশাসন আইসিটি ল্যাব

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩ সেপ্টেম্বর, ২০২২

মাদারীপুর শিবচরের সাবেক ইউএনও আসাদুজ্জামানের উদ্যোগে গত ২০১৯-২০২০ অর্থবছরে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগের বিশেষ অনুদানে শিবচরে যুবকদের আলোকিত নাগরিক গড়তে উপজেলা প্রশাসন কর্তৃক তৈরি হয়েছে ‘শিবচর ‍উপজেলা প্রশাসন আইসিটি ল্যাব’।

জানা যায়, ‘শিবচর ‍উপজেলা প্রশাসন আইসিটি ল্যাব’ এ বেসিক আইসিটি ও ডাটা এন্ট্রি কোর্স করানো হয়। সামনে নিয়মিত ফ্রীল্যান্সিং(ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ডিজাইন, কনটেন্ট রাইটিং ইত্যাদি), ওয়েব ডেভেলপমেন্ট, আইইএলটিএস এবং কমিউনিকেটিভ ইংলিশ’র কোর্স করার পরিকল্পনা রয়েছে। বর্তমান শিবচর ‍উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল ইসলাম এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং মাদারীপুর জেলা প্রশাসক মহোদয় মাঝে মাঝে খোজ নিয়ে নির্দেশনা দিয়ে থাকেন।

রাবেয়া সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি শিবচর আইসিটি ল্যাব থেকে তিন মাসের বেসিক আইসিটি কোর্স করে ভূমি অফিসে চাকুরীর পাশা-পাশি অবসর সময় নিজ দোকানে বসে অনলাইনের সকল বিষয়ে কাজ করে থাকি। আমি এখন সাবলম্বী। শিবচরে যারা এখনও কম্পিউটার জ্ঞান অর্জন করেন নাই তাদের প্রতি আমার পরামর্শ, আপনারা ঘরে বসে না থেকে শিবচর আইসিটি ল্যাবে এসে কম্পিউটার দক্ষতা অর্জন করুন।’

ইমদাদুল হক নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি একটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক। স্কুলের প্রশ্ন প্রণয়নসহ অফিসের যাবতীয় কাজ বাইরে কম্পিউটারের দোকান থেকে করাতাম। কিন্তু শিবচর উপজেলা প্রশাসন আইসিটি ল্যাব থেকে কোর্স করে বর্তমানে আমি এখন স্কুলের প্রশ্ন প্রণয়ন ও এক্সেলসহ বিভিন্ন কাজ নিজেই করে থাকি।’

শিবচর উপজেলা আইসিটি অফিসার সজীব চৌধুরী একুশে সংবাদকে বলেন, ‘শিবচর উপজেলা প্রশাসন আইসিটি ল্যাব থেকে বর্তমানে বেসিক আইসিটি ও ডাটা এন্ট্রি কোর্স করানো হয়। ২০২১ সাল থেকে এই ল্যাবের কার্যক্রম সফল ভাবে পরিচালিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আশাবাদী কর্মমুখী শিক্ষার মাধ্যমে আইসিটি শিক্ষার যে অভাব রয়েছে উপজেলা পর্যায়ে ইনশাল্লাহ সেটি দূর করতে পারব। তাই যারা এখন কম্পিউটার বেসিক প্রশিক্ষন নেননি তাদের উদ্দেশ্যে বলব- যাদের কম্পিউটার দক্ষতার অভাব রয়েছে তাঁরা নিশ্চিন্তে শিবচর উপজেলা প্রশাসন আইসিটি ল্যাবে প্রশিক্ষণ নিতে পারেন।’

একুশে.সংবাদ/এসএ/

সারাবাংলা বিভাগের আরো খবর