সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোনালী ব্যাংকের হারানো তিন কোটি পঁচিশ লক্ষ টাকার রহস্য উদঘাটন

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১১ আগস্ট, ২০২২
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় সোনালী ব্যাংকের খোয়া যাওয়া তিন কোটি পচিশ লক্ষ টাকার রহস্য উদঘাটন করেছে পিবিআই।

গত ৭ জুলাই গাইবান্ধা সোনালী ব্যাংক প্রধান শাখা হতে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড ঢাকার একাউন্ট নং-০০০২৬০২০০৫৭৪৩ এর পরিবর্তে ভুলবশত কিংবা ইচ্ছাকৃত আবু তাহের নামের ব্যাক্তির ০০০২৬০২০০৫৭০৩ নং একাউন্টে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা চলে যায়।

পরে বিষয়টি চলতি মাসের ৪ তারিখে রুটিন চেক করার সময় ব্যাংক ম্যানেজারের নজরে আসে। এর পর তাৎক্ষনিক সেই ভুল একাউন্টের মালিক আবু তাহেরের ফোন দিয়ে বন্ধ পায় সেই সাথে সেই একাউন্ট চেক করে দেখতে পায় সেখানে তিন কোটি দশ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।

বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তা এবং বাহিরে আলোচনা সমালোচনা শুরু হলে ব্যাংক ম্যানেজার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বরাবরে লিখিত অভিযোগ করে।

এই অভিযোগের প্রেক্ষিতে গত ৯ আগষ্ট পিবিআই গাইবান্ধা এবং ঢাকা পি বি আই এর একটি আভিযানিক দল নোয়াখালি জেলা সদর হতে আবু তাহেরকে গ্রেফতার করেন এবং সেই সাথে এর প্রকৃত ঘটনা উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে আজ দুপরে গাইবান্ধা পিবিআই অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পিবিআই গাইবান্ধা পুলিশ সুপার জনাব এ আর এম আলিফ।


 

 

 

একুশে সংবাদ/মা.সা/এস.আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর