সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৫ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে নিলা ইয়াসমিন (বুলু) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের লাশ স্বামীর বাড়ি জীবননগর থেকে বাবার বাড়িতে নেওয়া হয়েছে।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা শহরের কোটপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত নিলা ইয়াসমিন বুলু (৩৮) জীবননগর উপজেলার কোটপাড়ার নিজামুল ইসলাম বুদো'র স্ত্রী। তিনি দুই ছেলে সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, বিকাল থেকে জীবননগরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ছেড়ে যাওয়ার পর বিকালে গৃহবধূ বুলু ছাদে উঠতে গেলে একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে বাড়ির দোতলা ছাদ থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে নিশান বলেন, আমি ঘরের ভিতরে ছিলাম,আম্মু পাশের রুমে ছিলো কখন বাইরে বের হয়েছে জানি না,তবে বাইরে একটি শব্দ শোনা গেলে ঘর থেকে বের হয়ে দেখি আম্মু সিঁড়ির নিচে পড়ে আছে।তাড়াতাড়ি করে উঠাতে গেলে দেখা যায় সমস্ত শরীর রক্তে ভেসে গেছে,তাকে ডাকলে কোন সাড়া শব্দ পাওয়া না গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন,ছাদ পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।গৃহবধূর বাবার বাড়ির লোকজন লাশ নিয়ে গেছে।তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বলতে পারা যাবে আসল ঘটনা কি।

 

 

 

একুশে সংবাদ/হা.নি/এস.আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর