সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তারাকান্দায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৩ জুন, ২০২২
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ তারাকান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটাসহ দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, যুগ্মসাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, জিয়াউল হক জিয়া,উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,তাঁতী লীগ,ও শ্রমিক লীগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

 

 

একুশে সংবাদ/রা.হো/এস.আই


 

সারাবাংলা বিভাগের আরো খবর