সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুকসুদপুর পৌরসভায় নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়    

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৫ জুন, ২০২২

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বুধবার ( ১৫ জুন)  মুকসুদপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মো: আলা উদ্দীন আল মামুন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম আর এক সতন্ত্র প্রার্থী আহজ্জাদ মাহসিন খিপু মিয়া মোবাইল প্রতিকে  পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট। বেসরকারিভাবে আশ্রাফুল আলম শিমুল ১৬২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।


মুকসুদপুর পৌরসভায় মোট ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী এ্যাডঃ মোঃ আতিকুর রহমান মিয়া (নৌকা), সতন্ত্র প্রার্থী মোঃ আহাজ্জাদ মাহসিন খিপু ( মোবাইল), মোঃ সাদ্দাদ করিম (চামচ), সাইফ উদ্দীন সরদার (নারিকেল গাছ।


রিটানিং অফিসার মো: আলা উদ্দীন আল মামুন জানান, মুকসুদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬২৭ জন। তার মধ্যে পুরষ ভোটার ৮ হাজার ৭৮৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ৮৪৩ জন।
 

সারাবাংলা বিভাগের আরো খবর