সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে কারিগরি পর্যায়ে শ্রষ্ঠ শ্রেণি শিক্ষক আবদুস  লতিফ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২১ মে, ২০২২
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা  সপ্তাহ -২০২২ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়  কারিগরি পর্যায়ে  শ্রেষ্ঠ শ্রেণি  শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল লতিফ। 

এ তথ্য  নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সাত্তার সরকার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। মোঃ আবদুল লতিফ  উপজেলার  পুড়ইল ডুগডুগি  কারিগরি কলেজের প্রভাষক। ২০১২ সালে  পুড়ইল ডুগডুগি হাট  কারিগরি কলেজে  শিক্ষক হিসেবে   যোগদান করেন। এর আগেই তিনি কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। সততা নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে আসছেন ।

তিনি  উপজেলার শ্রেষ্ট শ্রেণি   শিক্ষক (কারিগরি )  নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রবাসী ও  কল্যাণ মন্ত্রাণালয়ের সাবেক সচিব  মোঃ দলিল  উদ্দিন মন্ডল, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি , রানীগঞ্জ  মহিলা ডিগ্রি কলেজের  সভাপতি মোঃ আবদুর রাফে খন্দকার সাহানশা,  উপজেলা  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  মোঃ সদের আলী খন্দকার,  ঘোড়াঘাট উপজেলা বে- সরকারি   মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক ও রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক  মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট  সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, রানীগঞ্জ  মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ  আবু তৈয়ব মো রেজা,  রানীগঞ্জ  সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, পুড়ইল ডুগডুগি হাট কারিগরি কলেজ প্রতিষ্ঠাদাতা সদস্য  মোঃ ওহাব মোল্লা, অধ্যক্ষ মোঃ বারী, ,    ঘোড়াঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুর ইসলাম  শাকিল, সরকারি আইনজীবী কাজী মাহবুবুর রহমান  সোবহানী চৌধুরী বাবু,  বিশিষ্ট সমাজ সেবক,ব্যবসায়ী,   নাট্যকার, অভিনেতা, সফল আদর্শ  কৃষক, কাজী মাহবুবুর রহমান  আবু  সাঈদ আহমেদ   চৌধুরী । দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আন্জু আরা। 

 

 

 

একুশে সংবাদ/ম.মাে/এস.আই

 

সারাবাংলা বিভাগের আরো খবর