সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আগামী ৭ দিন জাফলংয়ে প্রবেশ ফ্রি

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ৫ মে, ২০২২

সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে পর্যটকদের ওপর উপজেলা প্রশাসন নিযুক্ত স্বেচ্ছাসেবকদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ পর্যটক আহত হয়েছেন। এ ঘটনায় ২ স্বেচ্ছাসেবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাফলংয়ের টিকেট কাউন্টারের সামনে ওই হামলার ঘটনাটি ঘটে।

হামলার বেশ কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় হামলার ঘটনাটি নিয়ে নিন্দা প্রকাশ করছেন বিভিন্ন মহলের সচেতন নাগরিকরা।

ঈদ উপলক্ষে সিলেটের জাফলংয়ে আগামী সাত দিন বিনা টিকিটে পর্যটকরা প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে তিনি এ এ ঘোষণা দেন। 

জেলা প্রশাসক বলেন, জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় আটক পাঁচ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আগামী সাত দিন জাফলংয়ের প্রবেশ ফ্রি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য জানতে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছি।

সারাবাংলা বিভাগের আরো খবর