সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাশে মোবাইল কোর্ট, মাস্ক না পরায় ১২ জনের জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৬ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশে করোনার নতুন ঢেউ প্রতিরোধ ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

আজ বুধবার বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। 

এসময় মাস্ক পরিধান না করার ও সরকারি আদেশ লঙ্ঘনের দায়ে ১২ জনকে জরিমানা প্রদান এবং মাস্ক বিতরণ করা হয়। এ অভিযানে পলাশ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি আদেশ, নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যর দায়ে ১২ জনকে জরিমানা করা হয়। পলাশ উপজেলায় নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একুশে সংবাদ/সাব্বির হোসেন/এইচ আই

সারাবাংলা বিভাগের আরো খবর