সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৯ দোকান পুড়ে ছাই 

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার আনন্দবাজারের ভেন্ডার মার্কেটে সর্ট সার্কিট থেকে আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। 

২৫ জানুয়ারি (বুধবার) বিকেলে জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজারের ভেন্ডার মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে বাজারে লোকসমাগম বেশি ছিলো।মার্কেটের ব্যবসায়ীরা তাদের বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ আগুন লেগে ধোঁয়া উড়তে থাকলে পুড়ো বাজারে হৈচৈ পরে যায়। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছান তবে ফায়ারসার্ভিসের টিম পৌছানোর আগেই মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে। 


বাজার করতে আসা মহসিন জানান,আমি বাজারে ব্যস্ত ছিলাম হঠাৎ আগুন লাগার খবর পাই। আশপাশের সবাই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে কিন্তু ততক্ষণে সব শেষ। আশরাফুল ভেন্ডার মার্কেটের এই দোকানগুলোতে ব্যবসা করেই সংসার চলত ব্যবসায়ী আনিছুর রহমান, আবু তালেব, মানিক, আজিজার, রবিউল ইসলাম, আব্দুস সালাম, শরিফুল, আনারুলসহ কয়েকজন কর্মচারীর।কিন্তু দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।

মার্কেট আগুন লেগে দোকান পুড়ে ছাই হওয়ার খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন দ্রুত ঘটনাস্থলে যান,এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করা হবে বলে আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/জামাল বাদশা/এইচ আই/


 

সারাবাংলা বিভাগের আরো খবর