সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসীতে জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

রামগঞ্জ প্রতিনিধি: ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য বিভিন্ন কোম্পানীর দেয়া বিনামূল্যের ঔষুধ ফার্মেসীতে বিক্রির অভিযোগসহ বেশ কিছু অভিযোগের কারনে পৌর শহরের তিনটি ফার্মেসী মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায়এ জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বাইপাস সড়কের মক্কা ফার্মেসীর ৭ হাজার টাকা, ফেমাস মডেল ফার্মেসীর ১৫ হাজার টাকা ও পুরাতন মাছ বাজার সড়কের মা বাবা ফার্মেসী ও সার্জিক্যালের মালিকের ১০হাজার টাকাসহ ৩২ হাজার টাকা জরিমানা করেন।

 

এ সময় ভ্রাম্যমাণ অভিযানে উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালীসহ রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনসহ পুলিশ সদস্যরা।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি মাস্ক পরিধান করে চলাফেরা করতে জন সাধারণকে আহবান করেন।

 


একুশে সংবাদ/ছায়েদ হোসে/এইচ আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর