সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাশে ইউএনও‍‍`র হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৪ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী। আজ সোমবার দুপুরে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মোঃ সহিদুল ইসলাম বক্স জানান, জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের বিলপাড় এলাকায় সঞ্জয় দাসের স্কুল পড়ুয়া মেয়ের সাথে পাশ্ববর্তী জেলা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বাদুন গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছিলো।

খবর পেয়ে পলাশের ইউএনওর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন মেয়ের বাড়ী গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেনা বলে মুচলেখা দেন মেয়ের বাবা সঞ্জয় দাস। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/সাব্বির হোসেন/এইচ আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর