সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাদারীপুরে বৃষ্টি

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

এস.এম.দেলোয়ার হোসাইন: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’–এর প্রভাবে মাদারীপুরে শনিবার ভোর থেকে আজ রবিবার দুদিন ধরে দিনভর আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাওগুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। গত দুদিনে সূর্যের আলো দেখা যায়নি। সারা দিন ছিল মেঘলা আকাশ। শীত ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।  

এদিকে মাদারীপুরে আকাশ ঘন মেঘাচ্ছন এবং কিছু কিছু জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ও সবকিছু স্বভাবিকই চলছে।  বাংলাবাজার-শিমুলিয়া  রুটের কোনো চলাচলে নিষেধাজ্ঞা না থাকায় সকাল থেকেই লঞ্চ, ফেরী ও স্প্রিট বোড চলছে ।

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকার ভ্যান চালক মো:জসিম মিয়া বলেন, ‘গত দুই দিন ধরে বৃষ্টি ও শীতের কারনে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে।  আয় কম হওয়ায় অনেক কষ্টের মধ্যে আছি।

চরজানাজাতের ইউনিয়নের নার্গিস বেগম নামের এক নারী বলেন, এমনিতেই আমরা পদ্মা নদীর পাড়ে বাস করি। আকাশে মেঘ তারপর বৃষ্টি।  আতঙ্কে আছি।  এই ঝড় থেকে আল্লাহ আমাগো রেহাই দেও’।  

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিনন আহমেদ বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে সকাল থেকেই ফেরী চলছে ।
একুশে সংবাদ/দে/ হাফিজ.

সারাবাংলা বিভাগের আরো খবর