সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোদাগাড়ীর গণগবেষণা প্রতিনিধি দলের যশোরে সফর

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৪ ডিসেম্বর, ২০২১

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীর গণগবেষণা দলের ৮ জন জন প্রতিনিধি যশোরে সফর করেন। শুক্রবারসহ দুইদিন যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও মাঠপাড়া, ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও ভায়না এবং নরেন্দ্রপুর ইউনিয়নের ম-লপাড়া ও মিস্ত্রীপাড়া গ্রামে গঠিত গণগবেষণা দলগুলো পরিদর্শন করে সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন।

উন্নয়ন ও গবেষণা নিয়ে কর্মরত রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে সফরকারী দলটি  উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৩টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৩টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। 

মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচীতে সফরকারী দলের নেতৃত্বে ছিলেন  গবেষণা সহকারী লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য এবং স্বাগতিক দলের নেতৃত্বে ছিলেন মিনা বিশ্বাস, জয়ন্ত দাস ও হিরণ লাল ।

একুশে সংবাদ//মুক্তার//র.ন
 

সারাবাংলা বিভাগের আরো খবর