সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে পরিদর্শন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৮ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কর্ম-তৎপরতা উন্নয়ন ও গবেষণা নিয়ে গবেষনা এলাকা পরিদর্শন যশোরের গণগবেষণা দল।


রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে শনিবারসহ দুইদিন (২৭ নভেম্বর) যশোরের গণ-গবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি শিক্ষা সফরে আসেন। 


গণ-গবেষণা দলটি উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল.তালাই কুন্দলিয়া,গোগ্রাম ইউনিয়নের গুণীগ্রাম,উদপুর,দেওপাড়া ইউনিয়নের জিওলমারী ও জুগিডাইং গ্রামে পরিদর্শন করে সামাজিক সমস্যাগুলো চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন। এ সময় সফরকারী দলের নেতৃত্বে ছিলেন যশোরের রিইব এর গবেষণা সহকারী মিনা বিশ্বাস ও জয়ন্ত দাস এবং স্বাগতিক দলের নেতৃত্বে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য রিইব এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। 


উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৩টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৩টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্ম-তৎপরতা চালিয়ে যাচ্ছেন।


একুশে সংবাদ/আল-আমিন
 

সারাবাংলা বিভাগের আরো খবর