সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরের গ্রীণ স্মাট কারখানার ২ হাজার শ্রমিক পেল করোনার টিকা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৮ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা টেপিরর বাড়ী গ্রীণ স্মাট শার্টস্ লিঃ নামক একটি  গার্মেন্টস কারখানায় শ্রমিকদের গণটিকা দেওয়া হয়েছে। এক দিনের মধ্যে ২হাজার ৬শত শ্রমিককে ফাইজারের এ টিকা দেওয়া হবে। ওই কারখানা তিন হাজারের মতো শ্রমিক রয়েছে।


রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা টেপিরর বাড়ী গ্রীণ স্মাট শার্টস্ লিঃ এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক শুরু হয়। এতে ওই কারখানার ১টি পোশাক শিল্প প্রতিষ্ঠানের ২ হাজার ৬শত শ্রমিককে টিকা দেওয়া হয়।


এ বিষয়ে তৈরি পোশাক কারখানা জেনারেল ম্যানাজার বেলাল হোসাইন বলেন, দেশের অর্থনীতির চাকা চলমান রাখার জন্য শ্রমিকদের গণটিকা দেওয়া জরুরি। কারণ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ছাড়া কারখানা খোলা রাখা মুশকিল। টিকাদান সম্পন্ন হলে দেশে রপ্তানি আদেশ আরও বৃদ্ধি পাবে। ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি।


বিজিএমইএ’র পক্ষ থেকে পোশাক কারখানাগুলোকে জোন আকারে ভাগ করে দেওয়া হচ্ছে এ টিকা। গাজীপুর সিভিল সার্জন অফিসের সমন্বয়ে চলছে এ কার্যক্রম।


একুশে সংবাদ/আল-আমিন
 

সারাবাংলা বিভাগের আরো খবর