সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অসহায় দের নিয়ে হিলিতে দিনব্যাপি চক্ষু শিবির অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৫ নভেম্বর, ২০২১

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের শুরু হয়েছে দিনব্যাপি চক্ষু শিবির ক্যাম্প। এলাকার অসহায় ও দুস্থ্যদের দেয়া হচ্ছে বিনামূল্যে চোখের চিকিৎসা।

আজ বৃহস্পতিবার উপজেলা বোয়ালদাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে। ওয়াকফ এস্টেট-এর উদ্যোগে এবং দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এলাকার অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসার পাশাপশি বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও ছানি পড়া রোগী নির্ণয় করে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের বিনামূল্যে চোখে ছানি অপারেশন করা হবে।

দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল চিকিৎসক হামিদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক দল এই সেবা দিচ্ছেন। 

আয়োজক কারি রাছেল খান বলেন, এলাকার ৭০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। এছারা অসহায় ও দুস্থ্যদের মাঝে একটি করে কম্বল দেয়া হবে।  

একুশে সংবাদ/ আরিফ

সারাবাংলা বিভাগের আরো খবর