সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বালিয়াকান্দিতে প্রার্থীদের সাথে এসপি-ডিসির মতবিনিময়

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ্রহনকৃত প্রার্থীদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বালিয়াকান্দি নির্বাচন অফিসের আয়োজনে বালিয়াকান্দির ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে আচরণ বিধি প্রতিপালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা বিশে শাখার ডিআইও-১ সাইদুর রহমান খান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র  উপ-পরিচালক শরিফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী, সাধারণ সদস্য পদপ্রার্থীবৃন্দ।

সকল প্রার্থীদের কাছ থেকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে বিভিন্ন মতামত গ্রহন করা হয়।

প্রার্থীরা বলেন, বালিয়াকান্দিতে নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর। আমরা আশা করছি সুন্দর পরিবেশের মাধ্যেমেই ভোট গ্রহন হবে বালিয়াকান্দিতে। এসময় প্রার্থীদের নিশ্চিত করা হয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে৷ 

পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ব্যালট পেপার হচ্ছে আগুন। এটিতে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে আগুনে হাত পুরে যাবে। এটাতে কেউ হাত দেওয়ার চেষ্টা করবেন না। ভোট কেন্দ্রে কোন সহিংসতার ঘটনা ঘটতে দেওয়া হবে না। ভোটের দিন আনন্দের সাথে ভোট দেবেন আপনাদের আমরা সহযোগীতা করবো। নির্বাচনে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। 

জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম বলেন, সকলের বক্তব্য শুনে বুঝলাম সকলেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। প্রচারনায় আচরণ বিধি মেনে চলতে হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন।


একুশে সংবাদ/এএস/এএমটি

সারাবাংলা বিভাগের আরো খবর