সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হিলি সীমান্তে চারটি স্বর্ণের বারসহ আটক ১

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০১ এএম, ২২ অক্টোবর, ২০২১

হিলি'র রায়ভাগ সীমান্তে চারটি সোনার বার সহ নজরুল ইসলাম নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নজরুল ইসলাম সীমান্তবর্তী রায়ভাগ গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম। মুল্য প্রায় ২৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানায়, একজন চোরাকারবারি ভারতে সোনা পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা  বৃহস্পতিবার রাত সারে নয় টায় সীমান্তবর্তী রায়ভাগ এলাকায় অভিযান চালায় । এসময় সীমান্তের ২৮৬ এর ১৪ সাব সিমানা পিলারের ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মটরসাইকেল আরোহী নজরুল ইসলামের মোটরসাইকেল দাঁড় করিয়ে তাতে তল্লাসি চালানো হয়।  এসময় মোটরসাইকেলের হেডলাইটের ভিতরে গোপনে লুকিয়ে রাখা মোট ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করার হয়। যার আনুমানিক মুল্য প্রায় ২৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।

এঘটনায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামকে আটক করা হয়। সাথে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে সোনা চোরাচালানের সাথে জড়িত।

একুশে সংবাদ / কেএ/এএমটি

সারাবাংলা বিভাগের আরো খবর