সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফিরতে শুরু করেছে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৯ অক্টোবর, ২০২১

সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে আটকা পড়া পর্যটকরা দু’দিন পর টেকনাফে ফিরতে শুরু করেছেন। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে কাঠের ট্রলার যোগে তাদের টেকনাফে ফিরিয়ে আনা শুরু করা হয়।

সুত্রে জানা গেছে, বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় রোববার (১৭ অক্টোবর) বিকেল থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে ট্রলারসহ কোনও নৌযান চলাচল করতে পারেনি। ফলে এইসব পর্যটকরা সেন্টমাটিনে আটকা পড়েছিল।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির নেতা কলিম উল্লাহ জানান, মঙ্গলবার সকাল থেকে পর্যটক ও স্থানীয়দের নিয়ে ৮-১০টি ট্রলার সেন্টমার্টিন ছেড়ে যায়। বেলা দশটার দিকে তারা নিরাপদে টেকনাফে পৌঁছায়। ট্রলার যাতায়াত শুরু হওয়ায় আর কোনও পর্যটক সেন্টমাটিনে থেকে থাকলে  তারাও ফিরে যেতে পারবে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকরা নিরাপদে ফিরে এসেছে এবং ইতোমধ্যে তারা যার যার গন্তব্যে রওয়ানা হয়েছে। জাহাজ চলাচল শুরু না হওয়া পর্যন্ত কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাতে পর্যটকরা সেন্টমাটিন ভ্রমণ না করেন সে ব্যাপারে নজরদারি করা হবে বলেও জানান তিনি।

একুশে সংবাদ / এসএইচ/ আজাদ

সারাবাংলা বিভাগের আরো খবর