সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুর্যোগ পূর্ব সতর্কতা বিষয়ক যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৮ অক্টোবর, ২০২১

নীলফামারীর ডিমলায় দুই দিনব্যাপী দুর্যোগ পূর্ব সতর্কতা বিষয়ক স্বেচ্ছাসেবী যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ অক্টোবর)বিকেলে পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই দুই দিনব্যাপী প্রশিক্ষন বাস্তবায়ন করেন।এর আগের দিন একই স্থানে প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।

প্রশিক্ষণে পল্লীশ্রী'র কর্মরত এলাকার মোট ২৫ জন স্বেচ্ছাসেবী যুব অংশ গ্রহণ করেন।এতে রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন,ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এটিএম গোলাম মোস্তফা,ফায়ার ফাইটার শেখ রিয়াজ উদ্দিন আহমেদ।প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ডিমলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর গোলাম মস্তফা।

 
একুশে সংবাদ/মু/আ          

সারাবাংলা বিভাগের আরো খবর