সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নওগাঁয় দুর্যোগ প্রশমন দিবস পালিত 

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৩ অক্টোবর, ২০২১

নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নানাবিধ কার্যক্রম কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দুর্যোগে নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষায় সচেষ্ট ও প্রস্তুত থাকার মনোবল অর্জন করতে ফায়ার সার্ভিসের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ শহরস্থ মুক্তির মোড় জিলা স্কুল প্রাঙ্গনে মোঃ কামরুল আহসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নওগাঁর সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছরে পদার্পণ উদ্যাপন এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রসাশক মুহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক)।

সভায় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার, মোঃ মাহবুবুর রহমান, নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক, আব্দুল আজিজ সরদার, নওগাঁ স্কাউট দলের ছাত্ররা।

একুশে সংবাদ / আ / আ

সারাবাংলা বিভাগের আরো খবর