সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজীবপুরে কৃষক প্রশিক্ষণ এবং সেচযন্ত্র বিতরণ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১১ অক্টোবর, ২০২১

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা(এফএও) উদ্যোগে এবং কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাজীবপুর উপজেলায় ১০০ জন কৃষকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১১অক্টোবর) রাজীবপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হক আরও উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ প্রমুখ। 

খামার উৎপাদন বৃদ্ধি উপর আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক 
লাভজনক ও সাশ্রয়ী পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।

প্রশিক্ষণ শেষে মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নের ২ টি এবং রাজীবপুর ইউনিয়নের কৃষকদের মাঝে ৬ টি সেচযন্ত্র এবং পানি সরবরাহের জন্য  ফিতা পাইপ বিনামূল্যে দেওয়া হয়। 

একুশে সংবাদ/সহিজল/আর

সারাবাংলা বিভাগের আরো খবর