সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রতিমা ভাঙচুর নির্যাতনের প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ ও মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তি ও প্রতিমা ভাঙচুর, নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে 

মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দর চৌরাস্তায় ঘন্টাব্যাপাী মানববন্ধন অনুষ্ঠিত হয়।  রাণীশংকৈল পূজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক, বাচোর ইউনিয়ন সভাপতি সুকদেব, রাতোর ইউনিয়ন  সাধারণ সম্পাদক ছতিস চন্দ্র, লেহেম্বা ইউনিয়ন সম্পাদক নির্মল চন্দ্র, ধর্মগড় ইউনিয়ন পুজা কমিটির সাধারণ  সম্পাদক দুলাল,নন্দুয়ার ইউনিয়নের পুজা মহাজোটের সাবেক সভাপতি  দ্বিজেন্দ্রনাথ রায়, জ্যোতিষ চন্দ্র রায় কাশিপুর ইউনিয়ন সভাপতি, গোবিন্দ সাহা বাচ্চু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ প্রমুখ। মানববন্ধন শেষে পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে পূজা উদ্যাপন পরিষদের নেতাকর্মীসহ সমর্থকেরা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।  এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় না আনায় প্রতিমা ভাংচুর, নির্যাতন নিপীড়ন বেড়ে যাচ্ছে।  একই সঙ্গে বক্তারা ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/আনোয়ার হোসেন আকাশ/আশিক

সারাবাংলা বিভাগের আরো খবর