সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিবচরে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে হতদরিদ্র ও অসহায় মানুষ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২১

পদ্মা নদীতে পানি বেড়ে মাদারীপুর জেলার শিবচরের চরাঞ্চলের অসংখ্য গ্রাম তলিয়ে গেছে। পদ্মা বেষ্টিতে শিবচরের চরজানাজাত, কাঁঠালবাড়ী, মাদবরচর, বন্দরখোলা ইউনিয়নের শতাধিক গ্রামের কমপক্ষে ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

 

নদী ভাঙন কবলিত এলাকার মানুষ খাদ্য সংকটে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। তলিয়ে গেছে পুকুর। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সংকট দেখা দেওয়ায় মানবেতর জীবন-যাপন করছে বিভিন্ন পরিবার। অনেকের ঘরবাড়িতে পানি ঢুকেছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ তলিয়ে গেছে বিভিন্ন ফসলি জমি। বন্যার্তরা গবাদিপশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। চরাঞ্চলের অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে । আর যাদের কোনো ব্যবস্থা নেই তারা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। 

 

এদিকে পানি বাড়ায় বাড়িতে পানি উঠায় শিবচর চরজানাজাত ইউনিয়নে জে.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫ টি পরিবার আশ্রয় নিয়েছে।  উপজেলার পানিবন্দি বিভিন্ন এলাকার ১৫শ পরিবারকে চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদী বেস্টিত শিবচর উপজেলার মাদবরেরচর, কাঁঠালবাড়ী, চরজানাজাত ও বন্দরখোলা ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের ২০ হাজার মানুষের বসতবাড়ি সম্পূর্ণভাবে তলিয়ে আছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বন্দরখোলা এলাকার মালের হাট থেকে কাজিরসূরা বাজার পর্যন্ত পুরো সড়কটি ডুবে আছে পানিতে।

 

চরজানাজাত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা মিয়া জানান, গত দুইদিন ধরে পদ্মায় পানি বাড়ছে। চর এলাকার প্রায় সব বাড়িতেই পানি উঠেছে।

 

চরজানাজাত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রায়হান সরকার জানান, গত কয়েকদিন ধরে বন্যার পানি আবারও বাড়ছে। ফলে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও বন্যাকবলিত মানুষের মাঝে শঙ্কার সৃষ্টি হয়েছে। বারচরে কিছু লোক বসবাসরত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। 

 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে উপজেলার অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের লোকজনের মাধ্যমে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

 

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান,  আড়িয়াল খাঁ নদেও বেড়েছে পানি। এদিকে শিবচরের সন্ন্যাসিরচর, বহেরাতলা দক্ষিণ, বন্দরখোলা ও শিরুয়াইল ইউনিয়নের কয়েকটি স্থানে নদী ভাঙন রোধে প্রকল্প চলমান রয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

 

সারাবাংলা বিভাগের আরো খবর