সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়া বাস্তবায়ীত মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৭ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার কোটালীপাড়ার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটি গ্রামে বাস্তবায়ীত আধুনিক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আউশ ব্রিধান-৪৮ প্রদর্শনীর  মাঠ দিবস অনুষ্ঠিত হয়োছে।  

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় এর সভাপতিত্বে  অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড: অরবিন্দ কুমার রায়, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ আ: কাদের সরদার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ ফেরদৌস ওয়াহিদ , কোটালীপাড়া কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, ইউপি সদস্য আ: রহিম শেখ, সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি অফিসার মনি হালদার, চাষী বিষ্ণুপদ পাল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কোটালীপাড়ায় কর্মরত  উপ সহকারী কৃষি অফিসার সহিদুল ইসলাম,সন্তোষ ঘরামী, রমেন্দ্রনাথ হালদার, বিপুল চন্দ্র বাড়ৈ, বিকাশ সরকার, রাকিবুল ইসলাম সহ এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সারাবাংলা বিভাগের আরো খবর