সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনার নমুনা দিতে গিয়ে- বৃদ্ধার মৃত্যু  

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৯ জুলাই, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় করোনা ভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুড় বেগম (৭১) নামে এক বৃদ্ধা মহিলা মারা গিয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে।

হোসনে হুড় বেগম উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আর্যুমান মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার নোমান মিয়া বলেন,, করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হোসনে হুড় বেগম জেলা শহরে এক চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। এরপরেও তিনি করোনা নমুনা না দিয়ে বাড়িতে চলে যান এবং ওনার নিজ বাসায় অবস্থান করেন। 

বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনা নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেওয়ার প্রাক্কালে  তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি আরো বলেন, নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কিনা তা ও ঠিক বলা যাচ্ছে না।
 
তবে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার অনেক লক্ষণ ওনার মাঝে ছিলো বলে জানান।

 

একুশে সংবাদ/এনায়েত/ব

সারাবাংলা বিভাগের আরো খবর