সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা: শনাক্ত ৮০১ জন, মৃত্যু ১১

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৫ জুলাই, ২০২১

বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এদের মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৭ জন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হলো ৮৮৫ জন।যাদের মধ্যে নগরীতে ৫৪৩ জন এবং উপজেলায় ৩৪২ জন

শনিবার চট্টগ্রামে ২ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছে ৮০১ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৬৯ জন ও উপজেলার ৩৩২ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হলো ৭৫ হাজার ৩৬৩ জন

আজ রবিবার (২৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬৫ টি নমুনা পরীক্ষায় ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬৫ টি নমুনা পরীক্ষায় ১১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ টি নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮৩ টি নমুনা পরীক্ষায় ১১৫ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন, এন্টিজেন টেস্ট এ ৮৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩২৪ জন, ইমপেরিয়ার হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯, আরটিআরএল ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষায় ৩০ জন ও চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

উপজেলায় ৩৩২ জনের মধ্যে লোহাগাড়ায় ৩ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ২০ জন, আনোয়ারায় ২৮,চন্দনাইশ ২, পটিয়া ৩৬ জন, বোয়ালখালী ৩৭ জন, রাঙ্গুনিয়া ৩৮, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ৫ জন, হাটহাজারী ৬৬ জন, সীতাকুণ্ড ১৯ জন, মিরসরাই ১২ ও সন্দ্বীপ ২৩ জন শনাক্ত হয়।

 


একুশে সংবাদ/রাজিব/প

সারাবাংলা বিভাগের আরো খবর