সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪৯ এএম, ১ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন।বুধবার (৩০ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

করোনায় মারা গেছেন পাঁচ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন এবং করোনা নেগেটিভ অবস্থায় মারা গেছেন একজন।

মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২২ জন মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা যাওয়া তিনজন রাজশাহীর, একজন নওগাঁর এবং একজন ঝিনাইদহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে রাজশাহীর ১১ জন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজন। এছাড়া করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় নওগাঁয় আরেকজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার (৩০ জুন) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৬২ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। 

সারাবাংলা বিভাগের আরো খবর