সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভ্রাম্যমাণ অভিযানে লকডাউন অমান্যকারীর জেল-জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ জুন, ২০২১

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় করোনা সংক্রমণের হার গাণিতিক হারে বেড়ে চলেছে। করোনা সংক্রমণ রোধে গতকাল বুধবার থেকে জীবননগর উপজেলাকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। 

সর্বাত্মক লকডাউন কঠোর ভাবে পালনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে জীবননগর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এই অভিযানে লকডাউনের নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনগত ব্যবস্থা। করা হচ্ছে অর্থদন্ড ও কারাদণ্ড। 

আজ(২৪ জুন) বৃহস্পতিবার লকডাউনের ২য় দিন সকাল ১০ টাই উপজেলার হাসাদাহ বাজারে অভিযান পরিচালিত করে লকডাউনের নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোট ৯ টি মামলায় ৭ হাজার ১শত টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও লকডাউনের আইন অমান্যকরায় উপজেলার রাজনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে তোতা মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

জীবননগরে লকডাউন কার্যকর করতে এই অভিযান চলমান থাকবে বলে ঘোষণা দেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন।

 

 

একুশে সংবাদ/নিলয়/প

সারাবাংলা বিভাগের আরো খবর