সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাইফুল ইসলাম কে সহযোগিতা করলেন সেনবাগ থানার এএসআই 

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১১ পিএম, ৮ মে, ২০২১

বর্তমান পৃথিবী মহামারী করোনাভাইরাস এর থাবায় থমকে দাড়িয়েছে, মানুষ আজ অসহায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, প্রতিটি মুহূর্তেই লড়তে হচ্ছে মানুষকে।। কে কাকে দেবে আশা, কে কাকে দেবে ভরসা। এরপরেও আমাদের সমাজ সংসারে বেঁচে আছে এমন কিছু মহৎ মানুষ, যাদের কর্মকাণ্ড শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সমস্ত মানবিক মানুষগুলো ইতিহাসের পাতায় তাদের নাম লিখে নিচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ বেঁচে থাকবে তার কর্মে তারই জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছেন আমাদের নোয়াখালী জেলার  সেনবাগ থানা পুলিশ প্রশাসনের এএসআই কাওছার আহমেদ তিনি তার কর্ম ব্যস্ততার মাঝেও খুঁজে বেড়ান অসহায় হতদরিদ্র মানুষ গুলোকে, সাধ্যের ভিতরে সহযোগিতা করে থাকেন সবসময়। 

তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ৪নং কাদরা ইউনিয়নের বিন্নাগুনী গ্রামের সাইফুল ইসলাম (৮) পিতা মোঃ ফারুক  থানায় সাহায্যের জন্য  আসলে, জন্ম প্রতিবন্ধী শিশু সাইফুলকে আর্থিক সাহায্যে করেন সেনবাগ থানার মানবিক পুলিশ অফিসার এএসআই কাউছার আহামেদ। তিনি বারবার সেনবাগ থানা এলাকার বিপদগ্রস্ত  মানুষের পাশে সাহায্যে এর হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি করে গেছেন।সেনবাগবাসীর পক্ষ থেকে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 

 

একুমে সংবাদ/স/ব

সারাবাংলা বিভাগের আরো খবর