সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তারাকান্দায় গরম বাতাস ও ব্লাস্টার রোগে ধানের ব্যাপক ক্ষতি

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৯ পিএম, ১০ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গরম বাতাস ও ব্লাস্টার রোগে কপাল পুরল বোরো ধান চাষিদের।গত ৪ এপ্রিল ২০২১ ইং দেশের প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ বয়ে যাওয়া শিলা বৃষ্টিসহ গরম ঝড়ো বাতাসে ফসলের মাঠে দেখা দিল ধান জমিন মরে সাদা রঙ ধারনের দৃশ্য।বাম্পার ফলনের আশা ছিল তারাকান্দার কৃষকদের।ফলনও হয়েছিল বেশ কিন্তু এবার ফসলের মাঠে যেন কৃষকের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে।

 তবে এটা কি ঐ দিনের রাতে বয়ে যাওয়া শিলাবৃষ্টিসহ গরম বাতাস নাকি ব্লাষ্টার নামের এক প্রকার ভাইরাস নাকি প্রাকৃতিক দুর্যোগ তা সঠিক জানা জাইনি।উপজেলার বিসকা ইউনিয়নের একটি বিরাট আকারের হাওর কৈলাকুড়ি বিলের জমিনে শত শত হেক্টর জমিতে ধান চাষ করে বাম্পার ফলনের আশায় ছিল কৃষকরা।কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ধান ক্ষেতের অবস্থা এমন সাদা আকার হয়ে শুকিয়ে যাচ্ছে।

কৃষকরা জানান এমন গঠনা তারা জীবনে দেখে নাই এই প্রথম দেখেছেন।এমন প্রাকৃতিক দুর্যোগে বাম্পার ফলন চোখের সামনে শেষ হয়ে গেল।কেবল প্রতিটা ধান ক্ষেতেই ধানের শীষে এমন রোগ দেখা দিয়েছে যা ভাবা যায় না।

এছাড়াও দিন যতই সামনে এগুচ্ছে ততই আরো ভয়াবহতা আকার ধারন করছে।এমন পরিস্থিতিতে দিশেহারা কৃষকরা।


একুশে সংবাদ/রা/আ

সারাবাংলা বিভাগের আরো খবর