সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নওগাঁয় করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৮ এপ্রিল, ২০২১

নওগাঁ জেলায় করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম নওগাঁ সদর হাসপাতালসহ জেলার অন্য ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে। 

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ ত ম আব্দুল্লাহেল বাকীসহ অন্যরা  টিকার দ্বিতয়ি ডোজ গ্রহণ করেন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন টিকা’র দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য প্রথম দিনে জেলার ৪৩৫ জনকে স্ব স্ব মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। এই খুদে বার্তা প্রাপ্ত ব্যক্তিরা প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন।

এদিকে সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে গত ৭ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৯৬ হাজার ৬শ ৭৯ জন কোভিড-১৯ প্রতিরোধে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৯ হাজার ৫শ ৪০ জন পুরুষ এবং ৩৭ হাজার ১শ ৩৯ জন মহিলা।

জেলায় উপজেলাভিত্তিক টিকার প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তির সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৯ হাজার ৫শ ৪২ জন, রানীনগর উপজেলায় ৫ হাজার ৫০ জন, আত্রাই উপজেলায় ৭ হাজার ১শ ৮৪ জন, মহাদেবপুর উপজেলায় ৯ হাজার ৯শ ২৯ জন, মান্দা উপজেলায় ৯ হাজার ৮শ ২৪ জন, বদলগাছি উপজেলায় ৬ হাজার ৮শ ৪৯ জন, পত্নীতলা উপজেলায় ১০ হাজার ৩শ ৫৩ জন, ধামইরহাট উপজেলায় ৭ হাজার ৪শ ৩৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৭ হাজার ৫শ ৭ জন, সাপাহার উপজেলায় ৮ হাজার ২শ ৭৮ জন এবং পোরশা উপজেলায় ৪ হাজার ৭শ ২৮ জন।


একুশে সংবাদ / কা. ট / এস 

সারাবাংলা বিভাগের আরো খবর