সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিলেটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্তক

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০৩ এএম, ২৮ মার্চ, ২০২১

সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রয়েছে ব্যাপক সর্তক। সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটেটকে মাঠে কাজ করা দায়িত্ব প্রদান করা হয়েছে।

সিলেটের মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা এলাকায় সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, শাহ্পরাণ (র.) থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার খন্দকার মুদাচ্ছির বিন আলী, এয়ারপোর্ট এলাকায় সহকারী কমিশনার হাসিবুর রহমান, জালালাবাদ এলাকায় সহকারী কমিশনার মো.রায়হান কবির, দক্ষিণ সুরমা থানা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হক, মোগলাবাজার থানা এলাকায় সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতা কে দায়িত্ব  দেয়া হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের আগমন উপলক্ষে দেশব্যাপী উত্তেজনা বিরাজ করছে। 

হেফাজতের কর্মসূচীর ঘোষণার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী সর্তক অবস্থান আছে আইনশৃঙ্খলাবাহিনী। সিলেটে ও সর্তক অবস্থানে রয়েছে প্রশাসন।

একুশে সংবাদ / আ.রু / এস

সারাবাংলা বিভাগের আরো খবর