সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কৃষি কর্মকর্তা ২০২০ ইং সমন্বয় কমিটির মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ মার্চ, ২০২১

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার দ্রুত যোগদানের লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি উন্নয়নের অগ্রদূত, কৃষক বন্ধু মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় সফল কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এর সদয় দৃষ্টি আকর্ষণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এর আয়োজন করে সুপারিশ প্রাপ্ত উপ- সহকারী কৃষি কর্মকর্তা ২০২০ ইং সমন্বয় কমিটি।

সুপারিশ প্রাপ্ত উপ- সহকারী কৃষি কর্মকর্তা ২০২০ ইং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আবুল বশর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ আহসান উদ্দিন সহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

এ সময় বক্তারা বলেন কৃষি মন্ত্রণালয়ের অধিনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিপুল সংখ্যক শূন্য পদের বিপরীতে গত ২৩ শে জানুয়ারী, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে ১৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রিলিমিনারী পরীক্ষা, লিখত পরীক্ষা ও ভাইবা পরীক্ষা এবং বিভাগীয় যাচাই - বাছাই এর মাধ্যমে ১৭ই জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ তারিখে  প্রাথমিকভাবে নির্বাচিত হয়েও, ০১বছর ০৪ মাস অতিবাহিত হচ্ছে। কিন্তু যোগদানের কোন সমাধান হচ্ছে না।এই সমস্যা সমাধানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সুদৃষ্টি আকর্ষণের জোর দাবী জানান বক্তারা।

একুশে সংবাদ/ র.ফ / এস
 

সারাবাংলা বিভাগের আরো খবর