সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১ মার্চ, ২০২১

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ যথাযোগ্য মর্যদায় পালিত।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উদযাঁপন করা হয়েছে।

১মার্চ সোমবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে, উপলক্ষে আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

নড়াইল পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),আলোচনা সভায় আরো অংশ গ্রহণ করেন,অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,সদর সার্কেল তানজিলা সিদ্দিকা,নড়াইল জেলার বিভিন্ন থানার ওসি সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রমূখ।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে,করোনাকালীন দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী নড়াইল জেলার ৩ পুলিশ সদস্যের পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক,সন্মাননা স্বারক ও ২০২০ সালের ২৯ জন মৃত পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) সহ অতিথিবৃন্দ।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) নিহত পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশে বলেন,আপনারা সুধু আপনাদের আপনজনকে হারাননি,আমরাও আমাদের সহকর্মি ভাই সহযোদ্ধাদের হারিয়েছি।

আমার সকল সহযোদ্ধদের জন্য দোয়া করি আল্লাহু যেন সকল কে বেহেস্ত দান করেন এবং সর্গ লাভ করেন।

আপনাদের যদি কোন সময় কোন কিছুর দরকার হয় তাহলে আপনারা আমাকে জানাবেন,আমি আপনাদের পাসে আছি এবং থাকবো বলেও জানান।

একুশে সংবাদ/ উ.জ /এস

সারাবাংলা বিভাগের আরো খবর